‘কার্টুন ক্যালকাটা’

 

Cartoon Pattor_June_Chitra 4

বইয়ের নাম ‘কার্টুন ক্যালকাটা’। প্রকাশ ১৯৯০। সংগ্রাহক চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ মিত্র, সুপর্ণ আচার্য। প্রকাশক কিঞ্জল প্রকাশন, কলকাতা।

বইটির বিষয় শহর কলকাতা। প্রকাশের উপলক্ষ কলকাতার তিনশো বছর। ভাষা ইংরাজি।

Cartoon Pattor_June_Chitra 5

কার্টুন : চঞ্চল বন্দ্যোপাধ্যায়

 

মুখবন্ধে সংগ্রাহকরা লিখেছেন, কলকাতার তিনশো বছরে নানা জনে, নানা সংগঠনে এই শহরের ভালোর জন্য কিছু-না-কিছু করছেন। তাই কার্টুনচিত্রীরা, তাঁদেরও কিছু করা। তাঁরা কী ভাবে কলকাতার উন্নয়নকে দেখেছিলেন, দেখছেন।

Cartoon Pattor_June_Chitra 6

কার্টুন : কাফী খাঁ

 

সংগ্রাহকরা জানিয়েছেন, বইটি দুটি দিক দিয়ে প্রথম উদ্যোগ। এক, এটিই বাঙালি কার্টুন-শিল্পীদের ছবির প্রথম ইংরাজি সংকলন। দুই, এটি বাঙালি কার্টুনচিত্রী, যাঁদের এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তাঁদের কলকাতা শহরের প্রতি শ্রদ্ধা-অর্ঘ।

Cartoon Pattor_June_Chitra 7              Cartoon Pattor_June_Chitra 8

 

কার্টুন : শৈল চক্রবর্তী

 

ভূমিকায় কার্টুনচিত্রী চণ্ডী লাহিড়ী লিখেছেন, একটি শহরের কার্টুনশিল্পীরা সেই শহরের সামাজিক, রাজনৈতিক, আর্থনীতিক পরিবর্তনে নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানায়, কার্টুন আঁকে।

Cartoon Pattor_June_Chitra 9

 

কার্টুন : দেবব্রত মুখোপাধ্যায়

 

এই বই থেকে কয়েকটি কার্টুন নিয়ে ‘কার্টুনপত্তর’-এ রাখা। সংগ্রাহকরা কার্টুনগুলি আঁকার বা ছাপার সময়কাল জানাননি।

 

Cartoon Pattor_June_Chitra10

কার্টুন : কমল সরকার 

 

Cartoon Pattor_June_Chitra11                Cartoon Pattor_June_Chitra12

কার্টুন :  চণ্ডী লাহিড়ী

 

Cartoon Pattor_June_Chitra13

কার্টুন :  সমরজিৎ

 

Cartoon Pattor_June_Chitra14         Cartoon Pattor_June_Chitra15 Cartoon Pattor_June_Chitra16         Cartoon Pattor_June_Chitra17

কার্টুন : অমল চক্রবর্তী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *