ভোটের দেয়ালে কার্টুন ২

এখন তামিলনাডুতে নির্বাচন। নির্বাচনে ‘জোট’। নির্বাচন প্রচারে দেওয়াল লেখা। দেওয়াল লেখায় কার্টুন।

‘দ্য হিন্দু’ সংবাদপত্রের ‘সানডে ম্যাগাজিন’-এর ১৭ এপ্রিল সংখ্যায় ১৯৭০ ও ১৯৮০, এই দুই দশকের চারটি দেওয়াল লিখনের কার্টুন ছাপা হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে।

Cartoonpattor_Cartooner anya byabohar 2+3

Cartoonpattor_Cartooner anya byabohar 4+5

কার্টুন ১। ডিএমকে ও কংগ্রেসের মধ্যে জোট। কংগ্রেসের ইন্দিরা গান্ধির বানানো সারকারিয়া কমিশন ডিএমকে-র করুণানিধি-কে দুর্নীতির দায়ে অপরাধী ঘোষণা করেছে। তবুও জোট।

কার্টুন ২। একই জোট নিয়ে কার্টুন। কংগ্রেসের চাপানো এমারজেন্সির সময় ডিএমকে কর্মীদের হত্যা করা হয়েছে। তবুও দুটি দলের জোট।

কার্টুন ৩। এআইডিএমকে দলের এমজিআর এবং জনতা দলের মোরারজি দেশাই জোট বেঁধে ভোট চাইছে। যাদের কাছে চাইছে, তারা দাম বাড়া বাঘের মুখে।

কার্টুন ৪। পোঙ্গল তামিলনাডুর উৎসব। মদ খাওয়া হয়। মদ খেয়ে নাচানাচি। এই ভেবে এমজিআর মদ নিষেধ ঘোষণা করলেও তা চালু করবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *