তখন জরুরি অবস্থা। কার্টুন পাঠাতে হত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। ‘সেন্সর’ দপ্তরে। সেখানে কার্টুনের বিচার হত। বিচার করত সরকারি কর্মচারী। সরকারের কাছে তা গ্রহণযোগ্য না হলে ছাপ দেওয়া হত ‘নট টু বি পাবলিশড’ অথবা ‘নট পাশড বাই সেন্সর’, ছাপা যাবে না। আবু আব্রাহাম তাঁর বইতে এমন ছাপ-মারা কয়েকটি কার্টুন ছেপে দিয়েছেন। আমরা এখানে রাখলাম।
আবু আব্রাহাম, দি গেমস অফ এমারজেন্সি, আ কালেকশন অফ কার্টুনস অ্যানড আর্টিকলস, বিকাশ পাবলিশিং হাউস, ১৯৭৭।