ইজরায়েল সরকার, যাদের রাষ্ট্রপ্রধান কার্টুনচিত্রীদের হত্যার প্রতিবাদে প্যারিসের রাস্তায় প্রতিবাদ মিছিলে হেঁটেছিল, তারাই একজন কার্টুনচিত্রকর, মোহাম্মদ সাবা ’আনেহ-কে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রেখেছিল কয়েক মাস। মোহাম্মদ সাবা ’আনেহ পালেস্তাইনের বাসিন্দা। সাবা ’আনেহ-এর বিরুদ্ধে অভিযোগ এই রকম : তিনি জর্ডনের একটি প্রকাশনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন তার কার্টুনের বই প্রকাশ করার জন্য। এই প্রকাশনা সংস্থা একটি বই বের করেছে, যার বিষয় ইজরায়েলের কারাগারে পালেস্তিনীয় বন্দিরা। ইজরায়েল সরকারের বক্তব্য বইটি ইজরায়েলের জাতীয় নিরাপত্তার প্রতি আক্রমণ। যেহেতু সাবা এমন এক প্রকাশকের সঙ্গে যোগাযোগ করেছে, তাই তাকে বন্দি করা হয়েছে। আসল কারণ সাবা-র আঁকা কার্টুন, যেখানে রয়েছে ইজরায়েল সরকারের হিংস্রতার সমালোচনা।