উদয় দেব-এর দুর্গা

এখন দুর্গাপুজোর সময়।

দুর্গাঠাকুরকে নিয়ে বাঙালি চিত্রকররা সব সময় মজা করে এসেছে। দুর্গা, শিব আর তাদের ছেলেমেয়েদের নিয়ে। বাঙালি কার্টুনচিত্রীরা কার্টুন এঁকেছে সেই কবে থেকে। খবরের কাগজে, সাময়িক পত্রিকায়, লেখার অলঙ্করণে, বিজ্ঞাপনে।

কার্টুন-চিত্রকর উদয় দেব-এর আঁকা এমন বেশ কিছু ছবি বিজ্ঞাপনে ব্যবহার হয়েছে, কাগজে ছাপা হয়েছে ধারাবাহিক। এমনকী শিব আর দুর্গাকে নিয়ে মজার পুতুলও বানিয়েছে সে।

‘কার্টুনপত্তর’ উদয়ের কাছে এমন ছবি চেয়েছে, উদয় পাঠিয়েছেন তাঁর সংগ্রহ থেকে।

সেই সব ছবি থাকল দর্শক-পাঠকদের জন্য।

272044_2104279361031_2456438_o

272044_2104279401032_5777208_o

272044_2104279441033_3221685_o

278377_2104262560611_7023357_o

279967_2104274120900_457431_o

IMG_2684

IMG_2685

IMG_2686

IMG_2688

IMG_2689

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *