কমল সরকারের ‘কার্টুনস’ বইটি প্রকাশিত হয় ১৯৭১ সালে। প্রকাশক অভিজিৎ কুমার সরকার। বইটিতে কমল সরকারকে নিয়ে লিখেছেন পিসিয়েল। বাংলায় কার্টুন আঁকলে যাঁর নাম বদলে হয় কাফী খাঁ। এই বইয়ের কার্টুনগুলি কমল সরকার এঁকেছেন ১৯৫৫ থেকে ১৯৫৯ সালের মধ্যে। কার্টুনগুলি প্রথম ছাপা হয়েছিল দিল্লির শঙ্কর’স উইকলি, মাদ্রাজের স্পোর্টস অ্যান্ড পাসটাইম, এবং বম্বের আরও কিছু ইংরেজি পত্রিকা এবং কলকাতার বাংলা পত্রিকায়। সে সব কার্টুনের সংকলন এই বইটি। ‘কার্টুনপত্তর’-এ বইটির কিছু নির্বাচিত কার্টুন রাখা হল।