কলিকাতায় ঋতুরাজ : সতীশচন্দ্র সিংহ

Satish Chandra_Kolkatai Rituraj 2

কেমন করে সামলাই ছাই একজামিনের ঘানি;

বই খুললেই মনে পড়ে শুধুই সে মুখখানি!

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 3

বসন্ত এসেছে সখি দেখেছ কি তা?

গা-গা-রে-সা, মা-গা-রে-সা, সা-রে-গা-মা-পা–

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 4

ফুল ফুটেছে, বইছে মলয়, সুখের সীমা নাই;

কুল মান সব ভাসিয়ে দিয়ে চল মাঠে যাই।

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 5

বসন্তে নাই কোকিল এবার, কাকের ডাকই সার।

হ’লে কি হয় কবির কলম– বিশ্রাম নাই তার!

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 6

বসন্ত এসেছে সখি, সখা তোমার তাই

জানতে এলো এ মর্সুমে গয়না কি কি চাই।

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 7

বইছে মলয় ধীরে ধীরে ফুলের সুবাস নিয়ে!

আকাশে কি চাঁদ উঠেছে দেখ দেখি প্রিয়ে!

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 8

এত মশা মাছি ঘরে রেখে গেছে ছাই।

চিঠি পড়ে শান্তি পাবো তারও উপায় নাই!

 

 

Satish Chandra_Kolkatai Rituraj 9

গোঁপ দাড়ি সব ফেলতে হলেম রক্তে রক্তময়;

গিন্নি পাছে চিন্তে নারেন হচ্ছে মনে ভয়!

 

মাসিক বসুমতী, ফাল্গুন ১৩৩৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *