কাজী আবুল কাসেম চিত্রকর। জন্ম ১৯১৩। বসবাস ১৯৫০-এর শেষের দিক পর্যন্ত কলকাতায়, তারপর ঢাকায়। কাজী আবুল কাসেম চিত্রশিল্পী, অলঙ্করণ-চিত্রী, লেখক, ছোটদের জন্য চিত্রে গল্প-কাহিনির লেখক, গীতিকার, অনুবাদক, ছড়াকার।
কাজী আবুল কাসেম কার্টুন-চিত্রী। ‘দোপেয়াজা’ ছদ্মনামে কার্টুন এঁকেছেন পত্রিকায়। তাঁর আঁকা একটি কার্টুন অনেক আগে আঁকা হলেও এখন এই সময়ে আবার দেখানো।
সূত্র : চারুকলা, প্রথম বর্ষ, প্রথম সংখ্যা, ফেব্রুয়ারি ১৯৯৪, ঢাকা।