কার্টুনের ইতিবৃত্ত নিয়ে লেখা

 

Cartoon er boi

কার্টুনের ইতিবৃত্ত, চণ্ডী লাহিড়ী, গণমাধ্যম, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, ১৯৯৫। ৬০ টাকা।

বইটিতে আলোচিত হয়েছে কার্টুন আঁকা ও ছাপার নানা সময়কালের কথা, বাংলায়, ভারতে, পৃথিবীর বিভিন্ন দেশে। কার্টুনচিত্রীদের নিয়ে আলোচনা, বাংলার, বাংলার বাইরে ভারতের, ভারতের বাইরে নানা দেশের কার্টুনচিত্রী। কার্টুনের বিষয়, কার্টুনে আঁকা চরিত্র। কার্টুনের ব্যবহার। কার্টুনিস্টদের দায়বদ্ধতা ও স্বাধীনতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *