কার্টুন-চিত্রী অভিজিৎ চৌধুরী

 

অভিজিৎ চৌধুরী বিজ্ঞাপন জগতের বাসিন্দা। এখন মুম্বাইবাসী। তাঁর সংস্থা বিজ্ঞাপনী চলচ্চিত্র বানায়।

অভিজিৎ একটি বাংলা চলচ্চিত্র বানিয়েছিলেন : ‘পাতালঘর’। ২০০৩।

অভিজিৎ কার্টুন আঁকতেন।

‘বঙ্গোপসাগর’ পত্রিকার পুরনো সংখ্যা থেকে তাঁর একটি কার্টুন ও সঞ্জয় গান্ধির একটি ক্যারিকেচার এখানে দেওয়া হল।

Abhijit Chaudhury Bangoposagar Vol 1No 2 july1985_1

Abhijit Chaudhury Bangoposagar Vol 1No 2 july1985_2

 

সঙ্গে তিনটি ব্যঙ্গ-অলংকরণ, দুটি বই থেকে নিয়ে। একটি ‘নতুন সার্কাস’ থেকে, আরেকটি ‘খেয়ালি দাদুর হেঁয়ালি’। লেখক রঙ্গন চক্রবর্তী।

Abhijit Chaudhury Boi Alankaran_Notun Circus

Abhijit Chaudhury Boi Alankaran_Kheyali Dadur Heyali 2

Abhijit Chaudhury Boi Alankaran_Kheyali Dadur Heyali 1

 

1 Comment

  1. Antie

    Thanks for your thouthgs. It’s helped me a lot.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *