চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়
(১৯০০-১৯৩১)
চিত্রকর। কাঠখোদাই ও লিনোকাট শিল্পী। গ্রন্থচিত্রী। বসুমতী প্রকাশনা সংস্থার বইতে অলংকরণ করেছেন। বিশেষ উল্লেখযোগ্য, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের রচনার অলংকরণ।
চারুকলা অনুশীলনের জন্য ইয়োরোপ যাত্রা, ফ্রান্সে বসবাস। ফিরে এসে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট সংস্থায় শিক্ষকতা। কমার্শিয়াল আর্টের শিক্ষক।
শিল্প-ঐতিহাসিক কমল সরকারের মতে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রকলার উত্তরাধিকারী চঞ্চলকুমার। গগনেন্দ্রনাথের কাছে যাতায়াত করতেন তিনি।
১৯২০-র দশকে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট-এ গগনেন্দ্রনাথের সঙ্গে তাঁর ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়।
এই প্রদর্শনীর আলোচনা প্রসঙ্গে হেমেন্দ্রকুমার রায় লিখেছেন, ‘শুধু গগনেন্দ্রনাথ নয়, তাঁর এক সিশ্য এবারে সতেরোখানি ব্যঙ্গের ছবি মেলাতে পাঠিয়েছেন। এই নতুন ও তরুণ শিল্পীর নাম শ্রীযুক্ত চঞ্চলকুমার বন্দ্যোপাধ্যায়। ওস্তাদ পটুয়া গগনেন্দ্রনাথের ছবির ভেতরে যেমন ভাবের গভীরতা ও রেখার আশ্চর্য ইন্দ্রজাল দেখা যায়, এই নবীন শিল্পীর কাছ থেকে যদিও ততটা আশা করা যায় না, তবুও এ কথা বলতে হবে যে, ব্যঙ্গচিত্রের গোড়া থেকেই দক্ষ হাত তীক্ষ্ণ চক্ষু নিয়ে ইনি আসরে নেমেছেন।’ (ভারতী, ফাল্গুন ১৩২৪)
চঞ্চলকুমার ছবি ও কার্টুন এঁকেছেন বসুমতী, ভারতবর্ষ, আগমনী, বিচিত্রা, ইন্ডিয়ান ইঙ্ক, গার্ডিয়ান (কলকাতা) পত্রিকায়।
মাত্র ৩১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
এখানে সাজানো ছবিগুলি ১৩৩২ থেকে ১৩৩৯ বঙ্গাব্দের মধ্যে বসুমতী-র মাসিক, বার্ষিক ও শারদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।