আর কে লক্ষ্মণ-এর কার্টুন
জরুরি অবস্থা ঘোষণা করার পর কার্টুন পাঠাতে হত সরকারি দপ্তরে। তারা নাকচ করে দিলে তা ছাপা যেত না। লক্ষ্মণের এই দুটি কার্টুনকে ছাপতে নিষেধ করা হয়েছিল। এমন ব্যবস্থাপনার নাম ‘সেন্সর’ করা। দ্বিতীয় কার্টুনটিতে লক্ষ্মণ সরাসরি ভারত নিয়ে কিছু বলেননি। ইউনাইটেড কিংডম (ইউ কে)-এর কথা বলে ঘুরিয়ে ভারত নিয়ে বলতে চেয়েছিলেন।
আর কে লক্ষ্মণ, ব্রাশিং আপ দি ইয়ারস, আ কার্টুনিস্ট’স হিস্ট্রি অফ ইন্ডিয়া, ১৯৪৭ টু দি প্রেজেনট, পেঙ্গুইন বুকস, ২০০৮
চণ্ডী লাহিড়ীর কার্টুন
চণ্ডী লাহিড়ী, চণ্ডী লাহিড়ীর কার্টুন, সত্যযুগ প্রকাশনা, কলকাতা, ২০০২।
কাফী খাঁ-র কার্টুন
‘ভারতে সংবাদপত্রের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের দমন নীতি’।
কাফী খাঁ, যুগান্তর, ২৩ এপ্রিল ১৯৪৭।