১ নভেম্বর ‘কার্টুন দলে’র প্রদর্শনী শুরু হল ‘আবার বৈঠক’-এ। উদ্বোধন অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, ‘কার্টুন দলে’র পক্ষ থেকে তাঁদের কাছে আবেদন করা হল একটি বাড়ি বা নিদেনপক্ষে একটি ঘর ‘কার্টুন দল’কে ধার দিতে, যেখানে তাঁদের কাজ স্থায়ী ভাবে প্রদর্শিত হবে। এমন আবেদন ‘কার্টুনপত্তর’ যাঁরা দেখেন, পড়েন, ভালোবাসেন, তাঁদের কাছেও। ‘কার্টুনপত্তর’ এবং ‘কার্টুন দল’ আশাবাদী। আজ থেকে দু-বছর আগে ‘কার্টুনপত্তর’ ছিল না, ‘কার্টুন দল’ ছিল না। এখন তা দিব্যি চলছে।