মেদিনীপুরের পোস্টার নিয়ে একটা লেখা লিখেছিলাম।
শুভেন্দুদার (দাশগুপ্ত) কাছ থেকে উৎসাহ পেয়েছিলাম,
সন্দীপনদার (ভট্টাচার্য) সাহায্যও পেয়েছিলাম বিষয়টাকে জানতে-বুঝতে।
সে সময়ে গোপালবাবুর খোঁজ পাই, গোপাল বসু, তাঁর সঙ্গে পরিচয় হয়।
সিপিআই পার্টির সঙ্গে প্রথমে যুক্ত ছিলেন, পরে রাজনীতি থেকে বেরিয়ে আসেন।
পোস্টারের সঙ্গে নিজের শিল্পবোধকে সুন্দর ভাবে মেলাতে পেরেছিলেন
গোপালবাবু, যা মেদিনীপুরের পোস্টার লেখায় বা চর্চায় সেভাবে দেখা যায়নি।
এ ছাড়াও গোপালবাবু গান লেখেন, সুর দেন, কবিতা লেখেন।
নিজের পোস্টার এত দিন নিজের সংগ্রহে আগলে রেখেছেন, এ ঘটনাও
অন্য কারও ক্ষেত্রে চোখে পড়েনি, অন্তত আমি যতজনের সঙ্গে
যোগাযোগ করতে পেরেছি।
১৯৮৪ সালে গোপালবাবুর আঁকা কিছু পোস্টারের ছবি আমি তুলে এনেছিলাম।
নিজের আগ্রহে, কখনও পার্টির সহযোগিতায় সে-সময়ে বিভিন্ন জায়গায়
পোস্টারের প্রদর্শনী করেছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের বেলদায় তাঁর বাস।
স্বর্ণেন্দু সেনগুপ্ত