চিত্তপ্রসাদের কার্টুন

 

চিত্তপ্রসাদ, আজকের সিপিআই সিপিএম, যারা আজ আদিবাসীদের ওপর শোষকদের আক্রমণের অংশীদার, তাদের পূর্বসূরি অবিভক্ত কম্যুনিস্ট পার্টির তখনকার সদস্য। চিত্তপ্রসাদ সেদিনের কম্যুনিস্ট। চিত্তপ্রসাদ তিনের দশকে চট্টগ্রামে ছাত্র আন্দোলনে পোস্টার আঁকার সূত্রে স্থানীয় কম্যুনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। পার্টির জেনেরাল সেক্রেতারি পি সি যোশি তাঁকে কলকাতায় নিয়ে আসেন। কলাবাগানে ছাত্র ফেডারেশনের আস্তানায় তাঁর ঠাঁই হয়। পার্টির জন্য পোস্টার আঁকা। যোশি তাঁকে নিয়ে যান বোম্বাইয়ে, পার্টির সদর দপ্তরে।

চিত্তপ্রসাদ পার্টির কাগজ ‘জনযুদ্ধ’, ‘পিপলস’ ওয়র’-এর জন্য কার্টুন এঁকেছেন, ছবি এঁকেছেন। আমরা ‘জনযুদ্ধ’ পত্রিকায় ১৯৪৩ সালে ছাপা চিত্তপ্রসাদের তিনটি কার্টুন সংগ্রহ করেছি। এখানে রাখলাম।

chitto_01

 

প্রথম কার্টুনটির (জনযুদ্ধ, ২৪ নভেম্বর ১৯৪৩) ক্যাপশন : আমন ধানের লোভে চোরাকারবারি। কৃষকের ফসলের ওপর আড়তদারের দখলদারি। কৃষকের কালো রুগ্ন চেহারা, আড়তদারের মোটা ভুঁড়ি-দেখানো চেহারা, পকেটে টাকার বান্ডিল। দু-জনের অবস্থার বৈষম্য। এ ছবি এখনকারও।

chitto_02

দ্বিতীয় কার্টুনটির (জনযুদ্ধ, ২২ ফেব্রুয়ারি ১৯৪৫) বিষয় কাপড়ের অভাব। দরিদ্রদের কাপড় না-পাওয়া। সরকারের কাপড়ে কন্ট্রোলের গল্প। ছবির তলায় লেখা : মৃতদেহ পরিবার কাপড় না-পাওয়ায় আমাদের শিল্পী খবরের কাগজের টুকরা দিয়া ঢাকিয়াছেন।

chitto_03

তৃতীয় কার্টুন (জনযুদ্ধ, ২৭ ফেব্রুয়ারি ১৯৪৩) : এই দুটি কার্টুনের অবস্থানের পরবর্তী পর্যায়। এখানে অবস্থা মেনে নেওয়া নয়। রুখে দাঁড়ানো, প্রতিরোধে নামা। ছবির বিষয় সরকারি প্রকল্প : বাঁধা দরের চাল-আটার দোকান। দেশবাসীর চাহিদা— খালি থালা ধরা অনেক হাত। রেশনদোকান মালিকদের ফাঁকি— থালায় দিতে চাওয়া এক চামচ আটা, বাকি আটা চলে যাচ্ছে চোরাবাজারে— হাতে মুঠো করে ধরা চোরাবাজার থেকে পাওয়া টাকার বান্ডিল। পুলিশ, যা প্রসাশনের প্রতীক, চোখ বুজে। আর এর বিরুদ্ধে প্রতিরোধ, গণ-উদ্যোগ, জনরক্ষা সমিতি— শক্ত হাতে আটকে দেওয়া চোরাকারবারিকে। এ ছবি তখনকার। এ ছবি এখনকার। এখনও জিনিশের দাম বেড়ে চলা। সরকারের গণবণ্টন ব্যবস্থার গল্প। রেশনদোকান মালিকদের চুরি। সরকারি দলের মদত। এবং বিরুদ্ধতায় গণ-প্রতিরোধ। নিকট-অতীতে রেশন-বিদ্রোহ।

চিত্তপ্রসাদের কার্টুন নিয়ে সমসাময়িক কয়েকজনের বক্তব্য রাখছি তাঁকে, তাঁর ছবিকে বুঝতে।

Cartoonpattor_Chittaprosad 2_3

সোমনাথ হোর, শিল্পী : জনযুদ্ধ পত্রিকায় ছাপা চিত্তপ্রসাদের ছবি ভারতের বুদ্ধিজীবী মহলকে সচকিত করে তুলেছিল। তাঁর ছবিগুলি শিল্পীদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সতর্কবাণী হিসেবে কাজ করেছিল।

হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কম্যুনিস্ট নেতা : বিপ্লবের সহায়ক সব রকম কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য উদগ্রীব চিত্তপ্রসাদের মেজাজ।

সুভাষ মুখোপাধ্যায়, কবি, এককালের কম্যুনিস্ট পার্টি-কর্মী : চিত্তপ্রসাদকে জড়িয়ে আছে কম্যুনিস্ট আন্দোলনের একটা গোটা যুগ।

চিত্তপ্রসাদের কার্টুন কম্যুনিস্ট আন্দোলনের বিগত দিনের ছবি, আগামী দিনের ছবি। বিরুদ্ধতার ছবি। কৃষকদের, আদিবাসী কৃষকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *