তুরস্কের আদালত দু’জন কার্টুনচিত্রী Bahadir Barmter এবং Ozer Aydogan-কে ১১ মাস ২০ দিন জেলে আতক রাখার রায় দিয়েছে। তাঁদের অপরাধ তাঁরা রাষ্ট্রপতিকে ব্যঙ্গ করে কার্টুন এঁকেছেন। কার্টুনটি বেরিয়েছিল সেদেশের এক জনপ্রিয় ব্যঙ্গপত্রিকায়।
ওপরের কার্টুনটিতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি তাঁর বাসস্থানে ঢুকছেন বেজার মুখে। তাঁর ক্ষোভ যে ‘আজকের দিনটি শুকনো’, অন্তত একজন সাংবাদিককেও তো হত্যা করা যেত।