বইয়ের নাম ‘কার্টুন এগেনস্ট করাপশন’। প্রকাশক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ঢাকা, বাংলাদেশ, ২০০৭।
ভূমিকায় লেখা আছে, ‘গণমাধ্যমগুলিতে দুর্নীতি বিষয়ে প্রতিবেদন, নিবন্ধ প্রকাশের পাশাপাশি কার্টুন ছাপানো একটি গুরুত্বপূর্ণ সচেতকের কাজ করছে। কার্টুন একটি পুরনো শিল্প।… আমাদের দেশে (বাংলাদেশে) এটি এখন সমাজশিল্পের মর্যাদায় অধিষ্ঠিত।… কার্টুনের প্রধান কাজ হচ্ছে স্বচ্ছ কৌতুকবোধ এবং পরিহাসের মাধ্যমে সমাজ রাজনীতি ও প্রশাসনের নানা অসঙ্গতি তুলে ধরা। কার্টুন মানুষকে একই সঙ্গে হাসায় এবং ভাবায়। এই ভাবনার বিষয়টিই প্রতিরোধ সৃষ্টিতে কাজে লাগে। একটি দুর্নীতির ঘটনার ওপর চার পৃষ্ঠা প্রতিবেদন ছেপে যে ধিক্কার ও প্রতিরোধ সৃষ্টি করা যায়, একটি কার্টুনের কয়েকটি রেখার মধ্যে সেটি অনেক সময় বেশি তীব্রতা নিয়ে সম্ভব হয়।’
বাংলাদেশের বিশিষ্ট কার্টুনশিল্পীদের বিভিন্ন সময়ে আঁকা কিছু কার্টুন এবং গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতিবিরোধী অসংখ্য কার্টুন থেকে কয়েকটি বেছে নিয়ে এই সংকলনটি প্রকাশিত।
‘কার্টুনপত্তর’-এ কয়েকটি কার্টুন রাখা হল।