দেবাশিস চক্রবর্তী একজন বাংলাদেশি শিল্পী এবং লেখক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ঢাকার পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি গ্রাজুয়েট। বিজ্ঞান ও শিল্পের আলোকে মানবিক বোধকে খুঁজে এবং বুঝে দেখতে চান। তাছাড়া ক্ষমতা সম্পর্ক-উৎপাদন সম্পর্কের দিকেও নজর রাখেন এবং এই সম্পর্কের ভিত্তিতে বিপুল সংখ্যক মানুষের জীবন কীভাবে বদলে যায় তাও বুঝতে চান। আলোকবিজ্ঞান, ফটোগ্রাফি এবং ড্রয়িং কৌশল ব্যবহার করে নিজের বোঝাপড়া ও অভিজ্ঞতা প্রকাশ করে থাকেন।