এখন আবার ভোট। পুরসভার ভোট। তখন ভোট। পুরসভার ভোট। ১৯৬১। সেই তখনকার পুরসভার ভোট নিয়ে কার্টুন এঁকেছিলেন রেবতীভূষণ ঘোষ। দৈনিক খবরের কাগজ ‘যুগান্তর’-এর পাতায়। তখনকার পুরসভার ভোট নিয়ে আঁকা কার্টুন এখনকার পুরসভা ভোটের সময় আবার দেখা।
বলা হয়ে থাকে কার্টুনচিত্রীরা ভবিষ্যৎ নির্দেশ করেন। বর্তমানকে দেখান, বর্তমান দিয়ে ভবিষ্যৎকে দেখান।