ভূপাল গ্যাসকাণ্ডে যারা আক্রান্ত হয়েছিলেন, সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ দেওয়া হবে। দেওয়া হয়েছে খুবই সামান্য, দাবি ছিল ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর। অভিযোগ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এ বার সুপ্রিম কোর্টের কাছে দাবি তাড়াতাড়ি শুনানির জন্য, বিচারের জন্য। সেই দাবিতে, দাবির সমর্থনে পোস্টকার্ড প্রচার। পোস্টকার্ড দেখিয়ে, প্রচারের সমর্থনে ভূপালে সমাবেশ। পোস্টকার্ডে ব্যবহার করা হয়েছে কার্টুন। বিচারের ধীরগতিকে ব্যঙ্গ করে কার্টুন। কার্টুন প্রতিবাদের হাতিয়ার।