বিনয়কুমার বসু (১৮৯৪-১৯৫৯) চিত্রশিল্পী, গ্রন্থচিত্রী। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সৃষ্টি বিখ্যাত চরিত্র গণশা ও ঘোৎনার চিত্ররূপকার। বিজ্ঞাপনশিল্পী।
বিনয় বসুর ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে মাসিক বসুমতী, ভারতবর্ষ, সচিত্র শিশির, বাসন্তী, নবযুগ, আনন্দবাজার পত্রিকায়।
বিনয় বসুর ব্যঙ্গচিত্রের একমাত্র সংকলন: মেয়েমহল।
‘সেকাল ও একাল’ ব্যঙ্গচিত্রমালা প্রকাশিত হয়েছিল সচিত্র শিশির পত্রিকায়, ১৯ অগ্রহায়ণ ১৩৩২ থেকে ২৩ মাঘ ১৩৩২ সংখ্যায়। ইংরাজি ১৯২৫ সালে, অর্থাৎ আজ থেকে প্রায় ৯২ বছর আগে।