চিত্রবাণী, কলকাতায় একটি আলোকচিত্র মহাফেজখানা আছে। সে সব আলোকচিত্রের একটি প্রতিলিপি সংগ্রহ রয়েছে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস, ক্যালকাটার হিতেশরঞ্জন সান্যাল মহাফেজখানায়।
আলোকচিত্র সংগ্রহের একটি বিষয় দেয়াললিখন। নির্বাচনের সময় দেয়াললিখন। দেয়াললিখনে কার্টুন। সময়কাল ১৯৭৯ থেকে ১৯৮৪। এই দেয়াললিখন থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের একটি পাঠ পাওয়া যায়। আলোকচিত্রীদের নাম সেলিম পাল, অমিত ধর, এ চ্যাটার্জি।
দেয়াললিখনে রাজনৈতিক নেতাদের কার্টুন।
রাজনৈতিক অবস্থা বিবরণে, ব্যাখ্যায় কার্টুন।
কয়েকটি কার্টুন ‘কার্টুনপত্তর’-এ রাখা।