এখন পুর-ভোট। কখনও বিধানসভার ভোট হয়, কখনও লোকসভার।
‘ভোট গম্ভীর ব্যাপার। ভোট মজারও ব্যাপার। ঠাট্টা-তামাশার বিষয়। এই বিষয় নিয়ে ব্যঙ্গ। ব্যঙ্গচিত্রীদের আঁকায় ব্যঙ্গ। সেই কবে থেকে ভোট নিয়ে ব্যঙ্গচিত্র। যবে থেকে ব্যঙ্গচিত্র ছাপা হওয়া। বাংলা পত্রিকায়। ১৮৭৪ সাল থেকে শুরু। এখনও। ভোট নিয়ে সেই সব কার্টুনের একটা সংকলন : ‘বাংলা কার্টুনে ভোট’। বেরিয়েছিল এপ্রিল ২০১৪। বের করেছিল মনফকিরা (www.monfakira.com)। বইতে ছাপানো পুরসভার ভোট নিয়ে দুটি কার্টুন এখানে রেখে দেওয়া।
সঙ্গে রেখে দেওয়া এই বইতে নেই, থাকতে পারত, ভোট নিয়ে একটি কার্টুন। উদয় দেব, এই সময়, ২০১৫।