রাজ্য সরকার কমিশন বসিয়ে শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম ৮.৩৩% বোনাস দেওয়ার অর্ডিন্যান্স জারি করল জ্যৈষ্ঠ মাসে জামাইষষ্ঠীর সময়ে। ৫ জুন ১৯৬৫ যুগান্তর-এ এই নিয়ে রেবতীভূষণের কার্টুন।
১৯৬৭ যুক্তফ্রন্ট মন্ত্রিসভার খাদ্যনীতির ফলে খোলা বাজারে চালের দাম বেড়ে গেল, শুরু হল চালের চোরাচালান। এই দুরবস্থার জন্য খাদ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষকে নিয়ে ‘বসুমতী’তে রেবতীভূষণের কার্টুন।
দেশের খাদ্যনীতি নিয়ে এবার বলবেন খাদ্যমন্ত্রী। ‘মাসিক বসুমতী’তে রেবতীভূষণের কার্টুন।
দেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে ‘যুগান্তর’-এ রেবতীভূষণের কার্টুন।
মূল্যবৃদ্ধি রোধ না হলে মুনাফাবাজদের কঠোর শাস্তি দেওয়া হবে। অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের বৃথা আস্ফালন নিয়ে রেবতীভূষণের কার্টুন।
স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আমেরিকার আর্থিক সাহায্য নিতে খুবই আগ্রহী। ‘সচিত্র ভারতে’র (নভেম্বর ১৯৫০) প্রচ্ছদে রেবতীভূষণের কার্টুন।
ভিয়েতনাম যুদ্ধে পর্যুদস্ত মার্কিন প্রেসিডেন্ট লিন্ডসে জনসন। অমৃতবাজার পত্রিকায় (১৯৬৫) রেবতীভূষণের কার্টুন।
শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদীরা কৃষ্ণ আফ্রিকার অনেক রক্ত ঝরিয়েছে। আজ সেই রক্তঋণ শোধ করার পালা। দৈনিক যুগান্তরে রেবতীভূষণের কার্টুন।
সূত্র : ‘বিষয় কার্টুন’, রেবতীভূষণ স্মরণ সংখ্যা, আশ্বিন ১৪১৬