‘সচিত্র শিশির’ ১৩৩০ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল।
সাপ্তাহিক এই পত্রিকায় গল্প, উপন্যাস, কবিতা, জীবনী ইত্যাদির পাশাপাশি
প্রতি সংখ্যায় ভারতীয় ও বিদেশি শিল্পীদের ছবি ছাপা হত, ছাপা হত কার্টুনও।
প্রকাশক ছিলেন শিশিরকুমার বসু। সম্পাদক বিজয়রত্ন মজুমদার।
এখানে কার্টুন আঁকতেন মূলত বিনয়কৃষ্ণ বসু, যতীন্দ্রকুমার সেন,
সতীশ সিংহ এবং জ্যোতিষ সিংহ।
এই পর্বের সমস্ত কার্টুনই বিনয় বসুর আঁকা।