এখন দেশের রাজনীতিতে কয়েকটি বিষয় সামনের সারিতে। গরু, নিরামিষ-আমিষ খাবার, সাম্প্রদায়িকতা, অসহিষ্ণুতা। এমন সব বিষয় নিয়ে কয়েকটি পুরনো কার্টুন ফিরিয়ে আনা এখনকার পাঠকদের জন্য।
দুয়েকটি কথা খেয়াল করিয়ে দেবার জন্য।
কার্টুন ৮-এ গরুর তাড়া খেয়ে যিনি গাছের ওপরে, নিচে পড়ে থাকা তার ব্যাগের গায়ে লেখা ‘প্রেসিডেন্ট, গো-হত্যা নিবারণী কমিটি’।
কার্টুন ৭-এ এক ইংরেজ শাসক (শ্মশানবন্ধু) চলে গিয়ে আর-এক শাসক আসা, শ্মশানে জ্বলতে-থাকা আরও অনেক কিছুর সঙ্গে ‘সাম্প্রদায়িক ঐক্য’। কার্টুনচিত্রী কাফি খাঁ লিখে দিয়েছেন।
কুট্টি, ১৯৮৩
রেবতীভূষণ, সচিত্র ভারত, ২১ ডিসেম্বর ১৯৫৩
যুগান্তর, ২ মে ১৯৪৩
কাফি খাঁ ১
কাফি খাঁ ২
কাফি খাঁ, যুগান্তর, ১৭ সেপ্টেম্বর ১৯৪৯
কাফি খাঁ, যুগান্তর, ১৯ সেপ্টেম্বর ১৯৪৯
প্রমথ সমাদ্দার, সচিত্র ভারত, ১০ জুলাই ১৯৫৪
রেবতীভূষণ, যুগান্তর, ৭ মার্চ ১৯৬৭
রেবতীভূষণ, যুগান্তর, ৪ জুন ১৯৬১