এখনও চলেছে গরমকাল। খুবই গরম। এমনই গরম নিয়ে ৯০ বছর আগে কার্টুন এঁকেছিলেন সতীশচন্দ্র সিংহ। মাসিক বসুমতী পত্রিকার বর্ষ ৫, খণ্ড ১, সংখ্যা ৩, আষাঢ় ১৩৩৩-এ। ছবিগুলির একসাথে নাম দিয়েছিলেন ‘গ্রীষ্মের প্রতাপ’। আবার আলাদা-আলাদা নামও দিয়েছিলেন, সঙ্গে ছড়া কেটেছিলেন। অন্য গরমের ছড়া। মিলিয়ে ছবি।
গিন্নীপনার গরম
আমায় শেখায় গিন্নীপনা, বাঁদির বেটি বাঁদি
আমার বৌকে আমি মারি, তোর কি হারামজাদি।
জাতের গরম
নারায়ণের নৈবেদ্য যাচ্ছে পুজোর ঘর
কে আসছিস— সর সর সর এদিক থেকে সর।
বিদ্যার গরম
যত ছিল বিদ্যা আমি সব পুরেছি পেটে
বিদ্যার ধূম বেরোয় আমার মুখের সিগারেটে।
নেশার গরম
গরমে প্রাণ ঠাণ্ডা করি, গাঁজায় লাগাই দম,
ব্রহ্মরন্ধ্রে উঠুক ধুঁয়া— হর হর বম বম।
হাকিমী গরম
হোল ডে কাছারী করে বাড়ি ফিরে জজ,
লাঙ্গা ধরে হৌজে পোড়ে বিচার করবে কজ।
কুড়ের গরম
এই গরমে মাছি তাড়াতে ল্যাজ দেননি বিধি,
হাঁটু মুড়ে হদ্দ কুড়ে ঐ ভাবছেন গুণনিধি।