‘ইন্ডিয়ান কার্টুনস’ নামে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল ১৯২১ সালে, আজ থেকে প্রায় ৯৫ বছর আগে। বসন্তকুমার গঙ্গোপাধ্যায় (১৮৯৩-১৯৬৮) ছিলেন এই পত্রিকার সম্পাদক। গগনেন্দ্রনাথ ঠাকুর এবং স্বয়ং সম্পাদকের কার্টুন ছাপা হয়েছিল এই পত্রিকায়।
রণদাপ্রসাদ দাশগুপ্তের জুবিলি আর্ট একাডেমি ও গভর্নমেন্ট আর্ট স্কুলে বসন্তকুমারের শিল্পশিক্ষা, পরে ফ্রান্স থেকে শিল্পশিক্ষার পাঠ সমাপ্ত করে দেশে ফিরে দীর্ঘ ২৬ বছর তিনি গভর্নমেন্ট আর্ট কলেজেই শিল্প-শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।
এই পত্রিকার সম্ভবত এই একটি সংখ্যাই প্রকাশিত হয়েছিল। খুবই দুষ্প্রাপ্য এই পত্রিকার ছবিগুলি উদ্ধার করে ‘কার্টুনপত্তরে’র পাঠকদের কাছে হাজির করা হল।