খবরের কাগজে খবর বেরিয়েছে। কলকাতায় পার্ক স্ট্রিটের একটি রেস্তরাঁ ‘মোকাম্বো’ ঢুকতে দেয়নি খেতে যাওয়া একজনের সঙ্গী গাড়িচালককে। রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এর কারণ নাকি রেস্তরাঁয় উপস্থিত অন্যেরা অস্বস্তিতে (?) পড়তে পারেন। তাই এমন সিদ্ধান্ত। জানানো হয়েছে, গাড়িচালকের পোশাক ঠিকঠাক নেই। প্যান্ট-শার্ট পরা গাড়িচালককে পাশে নিয়ে জানতে চাওয়া হয় রেস্তরাঁটির কোন পোশাকবিধি আছে কি না। কর্তৃপক্ষের উত্তর, নেই। তবু এই রেস্তরাঁয় ঢুকতে গেলে যে-ধরনের (?) পোশাক দরকার, তা চালকের পরনে নেই। এবং তাঁর পায়ে চটি।
পার্ক স্ট্রিটেরই অন্য এক রেস্তরাঁ ‘ট্রিঙ্কাস’ জানিয়েছে, তাঁদের রেস্তরাঁয় সভ্য-ভব্য (?) চেহারা নিয়ে আসতে হবে। লুঙ্গি পরে এলে ঢুকতে দেয়া হবে না। একটু শোভন (?) চামড়ার জুতো পরে আসাই বাঞ্ছনীয়। একই পাড়ার ‘মার্কো পোলো’ রেস্তরাঁর আপত্তি লুঙ্গিতে।
‘কার্টুনপত্তর’ এমন নিয়মকানুনের প্রতিবাদ জানাচ্ছে কার্টুন দিয়েই। চিত্তপ্রসাদের আঁকা কার্টুন দিয়ে।