আমাদের এক বন্ধু প্রবীরের পুরনো বই খুঁজে বের করার নেশা।
১৯৪৩ সালে মস্কো থেকে প্রকাশিত কার্টুনের বইটি প্রবীর খুঁজে পায়। মূল্যবান ঐতিহাসিক সম্পদ। ১৯৪৩ সালে জার্মানির অবস্থাকে ব্যঙ্গ করে সোভিয়েত শিল্পীদের আঁকা কার্টুন সংগ্রহ।
বইটার ভাষা রাশিয়ান। এখনই কাউকে দিয়ে বাংলায় অনুবাদ করাতে না পেরে কয়েকটি কার্টুন এখানে রাখা হল, লেখা না পড়ে যেগুলি দেখেই বুঝতে পারা যায়।