বিষয় বাজেট

 

সবে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার বাজেট বের করেছে। ‘বাজেট’ কার্টুনচিত্রীদের প্রিয় বিষয়। বাজেটের নানা দিক নিয়ে অনেক দিন ধরে কার্টুনচিত্রীরা কার্টুন আঁকছেন।

সবচেয়ে বেশি এঁকেছেন কুট্টি।

Cartoonpattor_Bishoymukh 13_Kutty Self

কুট্টির সময়ে কেন্দ্রে অর্থমন্ত্রী কংগ্রেসের মনমোহন সিং। কুট্টির মতে বাজেটে কখনওই গরিবদের উপকার হয় না, মধ্যবিত্তদের সুবিধে হয় না। বরং তাদের সমস্যা বাড়ে। ধরা যাক বাজেটে এটা-ওটা-সেটার দাম কমল, খবরের কাগজে তা বড় করে ছাপা হল। কিন্তু যে-সবের দাম কমে, তা মোটেই গরিবদের বিষয় নয়। এই নিয়ে কুট্টির কার্টুন। ২৯ জুলাই, ১৯৯১, আজকাল। অর্থমন্ত্রীর মুখে বসানো কথা, ‘মাখন, চীজ, জ্যাম, জেলি, ফলের রস সস্তা করে দিয়েছি। ব্রেকফাস্টটা জাতে ভালো হয়।’ হাতে বাজেট বই।

Cartoonpattor_Bishoymukh 4

দরিদ্রদের পর মধ্যবিত্ত। আমরা। বাজেটের মধ্যে দিয়ে মধ্যবিত্তের সঙ্গে সরকারের সম্পর্ককে কুট্টি দেখিয়েছেন নানা ভাবে। সরকার কখনও পকেটমার (৪ মার্চ, ১৯৯২, আজকাল),

Cartoonpattor_Bishoymukh 5

কখনও ডাকাত,

Cartoonpattor_Bishoymukh 6

কখনও হিংস্র জন্তু।

Cartoonpattor_Bishoymukh 7

কখনও মধ্যবিত্ত বলির পাঁঠা।

Cartoonpattor_Bishoymukh 8

 

এ হল বাজেট নিয়ে কুট্টির এক ধরনের ভাবনা। আর-এক ধরনের ভাবনা আছে।

আমাদের দেশের বাজেট আমাদের দেশের স্বার্থের কথা ভেবে বানানো হয় না। বিদেশি অর্থ সংস্থা, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ), ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদির নির্দেশে, আন্তর্জাতিক পুঁজির স্বার্থে বানানো হয়। এই নিয়ে কুট্টির কয়েকটি কার্টুন।

ওয়ার্ল্ড ব্যাংক পাঠিয়েছে ভারতের বাজেট, ১৯৯৩-৯৪।

Cartoonpattor_Bishoymukh 10

অর্থমন্ত্রী বাজেট বানাচ্ছেন ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশে।

Cartoonpattor_Bishoymukh 11

আইএমএফের হাতের পুতুল অর্থমন্ত্রী, যেমন ভাবে নাচাবে, তেমন নাচবে।

Cartoonpattor_Bishoymukh 12

কুট্টির সব কটি কার্টুন নেওয়া হয়েছে পিকেএস কুট্টি, কুট্টির আজকাল, আজকাল পাবলিশার, ২০১২ বইটি থেকে।

কুট্টি তাঁর আত্মকথা ‘কুট্টি কাহিনী’-তে, যা এই বইতেই আছে, লিখেছিলেন, ‘আমার কাজ কেউ ভুল করলেই চিমটি কাটা।’

 

বাজেট নিয়ে এতটা না-হলেও একটা-দুটো কার্টুন এঁকেছেন অন্য শিল্পীরাও। যেমন রেবতীভূষণ, ২৩ জুন, ১৯৬৩, যুগান্তর। রথ ভারতের সরকারি অর্থনীতি। গায়ে লেখা ‘প্রতিরক্ষা’, পতাকায় লেখা ‘করভার’, ‘বাধ্যতামূলক সঞ্চয়’। রথে চড়ে নেতারা, রথ টানে সাধারণ মানুষ। এই হল রেবতীভূষণের দেখানো বাজেট।

Cartoonpattor_Bishoymukh 14

 

চণ্ডী লাহিড়ীর আনন্দবাজার পত্রিকা-য় আঁকা কার্টুনে ‘বাজেট’ এমন একটা বিষয়, যা সাধারণ মানুষের বোঝার বিষয় নয়। অর্থমন্ত্রী মোরারজি দেশাই।

Cartoonpattor_Bishoymukh 15

চণ্ডী লাহিড়ীর আরেকটি কার্টুনে (পরিবর্তন, ১৪ মার্চ, ১৯৮৪) বাজেট দিয়ে মধ্যবিত্তকে সত্যি-সত্যি কেটে ফেলা। ব্যর্থ ম্যাজিক, বাজেটের ম্যাজিক। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় যাদুকরের বেশে। বাজেটে মিথ্যেকে সত্যি দেখানো।

Cartoonpattor_Bishoymukh 16

সব শেষে চণ্ডী লাহিড়ীরই আঁকা। এবার চারুকলা মেলায় (২০১৫) ‘কার্টুন দলে’র স্টলে মাঝে-মাঝে এসেছেন দলের সদস্য চণ্ডী লাহিড়ী। একদিন সেখানে বসেই আঁকলেন কার্টুনটি। সবে তখন বাজেট বেরিয়েছে।

Cartoonpattor_Bishoymukh 17

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *