স্বাধীনতার পর : চণ্ডী লাহিড়ীর কার্টুন-বই

 

Cartoonpattor_Cartooner Boi 1

 

‘সিন্স ফ্রিডম’। শিল্পী, লেখক চণ্ডী লাহিড়ী। প্রকাশকাল ১৯৯৪। প্রকাশক নিউ সেন্ট্রাল বুক এজেন্সি।

স্বাধীনতার পর থেকে কার্টুনচিত্রী কী দেখেছেন, আমাদের দেখিয়েছেন। সদ্য পেরিয়ে এলাম সরকারি স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট। এমন দিনটি মনে রেখে এখানে বইটি রাখা।

Cartoonpattor_Cartooner Boi 3 Cartoonpattor_Cartooner Boi 2

Cartoonpattor_Cartooner Boi 4 Cartoonpattor_Cartooner Boi 5

বইটির ভূমিকায় চণ্ডী লাহিড়ী লিখেছেন, তিনি ইতিহাস লিখতে, দেখাতে চাননি। সংবাদকে তাঁর মতো করে ভেবেছেন, কার্টুন এঁকে আমাদের দেখিয়েছেন, ভাবিয়েছেন। জানিয়েছেন, সমসাময়িক কালের সাংবাদিকরা যেভাবে আমাদের বিশ্বাসকে বানাতে বলে, তার থেকে তিনি, কার্টুনচিত্রী চণ্ডী লাহিড়ী আলাদা। তাঁর দেখা এবং দেখানো অন্য। বলেছেন, কার্টুন ঘটনার নথি বানায়, অবলা কথাকে বলে দেয়।

Cartoonpattor_Cartooner Boi 6 Cartoonpattor_Cartooner Boi 7

Cartoonpattor_Cartooner Boi 9 Cartoonpattor_Cartooner Boi 10

শিল্পী চণ্ডী লাহিড়ী চল্লিশ বছরের সাংবাদিক একাধিক সংবাদপত্রে, রিপোর্টার, সাব এডিটর, স্টাফ কার্টুনিস্ট।

তাঁর স্বীকারোক্তি, তাঁর পেশাটি, কার্টুনচিত্রীর পেশাটি রাজনীতির লোকেদের খুশি করতে পারে না।

Cartoonpattor_Cartooner Boi 11 Cartoonpattor_Cartooner Boi 12

Cartoonpattor_Cartooner Boi 13 Cartoonpattor_Cartooner Boi 14

এই বইয়ে থাকা কার্টুনগুলির একটি অংশ নিয়ে ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে প্রদর্শনী হয়। এই বইটি থেকে যে-ক’টি কার্টুন বেছে নিয়ে এখানে রাখা, তার বিষয় ক্ষমতাশালী আমলা, ক্ষমতাবান কারখানা মালিক, বিদেশি অর্থনীতির ওপর নির্ভরতা, সাধারণ মানুষের জীবনযাপনের প্রয়োজনীয় জিনিশ না-পাওয়া, বিভিন্ন দলের ভোট চাওয়ার চিৎকারে ভয় পাওয়া, বড় বাঁধে আদিবাসীদের ভূমি-জীবনযাপন-জীবনধারণ ডুবিয়ে দেওয়া, শাসকের জারি-করা জরুরি অবস্থা, জরুরি অবস্থায় শিল্পচর্চার ওপর সরকারি নিষেধ, কালবাজারিদের বিশালতা, পশ্চিমবঙ্গের মরিচঝাঁপিতে উদ্বাস্তু হত্যা, জেলবন্দিদের ওপর অত্যাচার, শিল্পমালিকদের চক্রান্ত, কালো টাকার ক্ষমতা, সংবাদমাধ্যমের আক্রমণ, নতুন সরকারি অর্থনীতি, অর্থনীতি ও দরিদ্র মানুষ, জিনিশের বেড়ে-চলা দাম, পণ্যের বাজার। এভাবে নিয়েই পর-পর রাখা ‘কার্টুনপত্তর’-এ।

Cartoonpattor_Cartooner Boi 15 Cartoonpattor_Cartooner Boi 16

Cartoonpattor_Cartooner Boi 17 Cartoonpattor_Cartooner Boi 18

Cartoonpattor_Cartooner Boi 19

1 Comment

  1. Somenath Guha

    Darun cartoonist darun manus. Tokhon cartooner romroma. Toie laxman, illustrated wklyte miranda, abpte chandi, aajkale kutti. Ekhonto cartoon ankle jaile jete hoi

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *