সতীশচন্দ্র সিংহ-এর কার্টুন ও ছড়া : ‘গ্রীষ্মের প্রতাপ’

 

এখনও চলেছে গরমকাল। খুবই গরম। এমনই গরম নিয়ে ৯০ বছর আগে কার্টুন এঁকেছিলেন সতীশচন্দ্র সিংহ। মাসিক বসুমতী পত্রিকার বর্ষ ৫, খণ্ড ১, সংখ্যা ৩, আষাঢ় ১৩৩৩-এ। ছবিগুলির একসাথে নাম দিয়েছিলেন ‘গ্রীষ্মের প্রতাপ’। আবার আলাদা-আলাদা নামও দিয়েছিলেন, সঙ্গে ছড়া কেটেছিলেন। অন্য গরমের ছড়া। মিলিয়ে ছবি।

Cartoonpattor_Garam 1

গিন্নীপনার গরম

আমায় শেখায় গিন্নীপনা, বাঁদির বেটি বাঁদি
আমার বৌকে আমি মারি, তোর কি হারামজাদি।

Cartoonpattor_Garam 2

জাতের গরম

নারায়ণের নৈবেদ্য যাচ্ছে পুজোর ঘর
কে আসছিস— সর সর সর এদিক থেকে সর।

Cartoonpattor_Garam 3

বিদ্যার গরম

যত ছিল বিদ্যা আমি সব পুরেছি পেটে
বিদ্যার ধূম বেরোয় আমার মুখের সিগারেটে।

Cartoonpattor_Garam 4

নেশার গরম

গরমে প্রাণ ঠাণ্ডা করি, গাঁজায় লাগাই দম,
ব্রহ্মরন্ধ্রে উঠুক ধুঁয়া— হর হর বম বম।

Cartoonpattor_Garam 5

হাকিমী গরম

হোল ডে কাছারী করে বাড়ি ফিরে জজ,
লাঙ্গা ধরে হৌজে পোড়ে বিচার করবে কজ।

Cartoonpattor_Garam 6

কুড়ের গরম

এই গরমে মাছি তাড়াতে ল্যাজ দেননি বিধি,
হাঁটু মুড়ে হদ্দ কুড়ে ঐ ভাবছেন গুণনিধি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *