জ্যোতিষচন্দ্র সিংহ-এর কার্টুন ও কবিতা

জ্যোতিষচন্দ্র সিংহ, ১৯০৪-৫৬। চিত্রশিল্পী, পাঠ্যপুস্তকের অলংকরণ-শিল্পী, বিজ্ঞাপন-চিত্রী। কার্টুন প্রকাশিত হয়েছে মাসিক বসুমতী, বিচিত্রা, সচিত্র শিশির, আনন্দবাজার পত্রিকায়।

কার্টুনপত্তর-এ রাখা এই কার্টুনগুলি প্রকাশিত হয়েছিল মাসিক বসুমতী পত্রিকায় বর্ষ ৩, খণ্ড ১, সংখ্যা ৬-এ, আশ্বিন ১৩৩১ সনে, ৯২ বছর আগে। কার্টুনমালাটির নাম ‘চিত্তবিভ্রম’। ৮টি কার্টুন। ছবির নিচে কবিতা। ছবির বিষয় নিয়ে পদ্য। Cartoonpattor_Chitta Bibhram 1

পাড়া-কুঁদুলী

খ্যাংরা মারি        মুখে সবার

চোরমাগীরা যত—

হবে হবে        ভাগ্য হবে

সবার আমার মত।

রাত্রি দিবা        জপছি মালা

ধর্মে শুধু মন—

শুদ্ধ শান্ত        কোন বেটারা

আমার মতন?

Cartoonpattor_Chitta Bibhram 2

পূজারী

আমায় বলে        গোঁসাই ঠাকুর

নাদা পেটা হাঁদা!

চোখ নেই কি       তাদের কারও

এমনি সবাই গাধা?

আমার পানে       দেখছি চেয়ে

স্বয়ং বলরাম

আমিই তিনি,       তিনিই আমি

সমানই সুঠাম।

Cartoonpattor_Chitta Bibhram 3

ভীরু বাঙ্গালী

ভাবছ বুঝি         আমায় দেখে

গায়ে নেইকো জোর?

গলার জোরে       করতে পারি

মাঝরাত্তির ভোর।

Cartoonpattor_Chitta Bibhram 4

দ্বিতীয় পক্ষের কর্তা

বুড়ো আমি?        কীসে বুঝে

বলুক দেখি কেউ?

যৌবন সায়রে      আমার

উঠছে সখের ঢেউ।

Cartoonpattor_Chitta Bibhram 6

বাঙ্গালী সাহেব

আমায় দেখে        মুচকে হেসে

কাফ্রী সাহেব বলে!

দেখছি আমি        আমায় বেলাত

সাহেব বলাও চলে।

Cartoonpattor_Chitta Bibhram 7

আমি যেন পরীটি

আমায় দেখে       হাসলে পুঁটি

বললে খাঁদা নাক।

চক্ষু আমার         ঘোরে যেন

কুম্ভকারের চাক।

মিথ্যে কথা         ঐ তো দেখি

দর্পণে কী শোভা!

ডানাওলা           পরী যেমন

মুনির মনোলোভা।

Cartoonpattor_Chitta Bibhram 5

কর্তা

আমায় বলে        নির্ভাবনায়

কাটছে আমার দিন।

আমি দেখি          ভেবে ভেবে

হচ্ছে দেহ ক্ষীণ।

Cartoonpattor_Chitta Bibhram 8

শেষ ছবিটির সঙ্গের কবিতা পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *