Women : Cartoons on Discriminations. সম্পাদক : শ্যামমোহন। প্রকাশক : Asmita Resource Centre for Women, Secunderabad, 2005. সহযোগী : Forum for Political Cartoonists. বইটিতে প্রকাশিত কার্টুনে নারী-পুরুষের সম্পর্কে ভারসাম্যহীনতাকে দেখানো হয়েছে। পুরুষের আধিপত্য, নারীর অধীনতা, পুরুষের ক্ষমতা দেখানো, নারীর ক্ষমতাহীনতা। এই সম্পর্ক, এই অবস্থানকে মেনে নিয়ে কার্টুন আঁকা নয়, এর প্রতিবাদ করে আঁকা কার্টুন। নারীর অবস্থা দেখানো অবস্থাকে মেনে নেওয়া নয়। বুঝিয়ে বলা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এই সম্পর্কের অন্যায়, অন্যায্যতা।
অস্মিতা সংগঠনটি কাজ করে নারীর অধিকার নিয়ে। বিভিন্ন দেশের কার্টুনচিত্রীদের কাজ নিয়ে অস্মিতা প্রদর্শনী করেছে। বিষয় ছিল নারী-পুরুষের বৈষম্য। অস্মিতা মনে করে কার্টুন এক রাজনৈতিক মাধ্যম।
‘কার্টুনপত্তর’-এ আগে একবার এই বইয়ের কার্টুন দেওয়া হয়েছে। বিষয়ের গুরুত্বে এখানে আবার কিছু নির্বাচিত কার্টুন রাখা হল।